কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ জানায়, বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত তিনজন (কুড়িগ্রাম সদরে একজন, ভূরুঙ্গামারী থেকে একজন ও রৌমারী থেকে একজন), সিআর পরোয়ানাভুক্ত তিনজন (উলিপুর থেকে একজন, নাগেশ্বরী থেকে একজন ও ভূরুঙ্গামারী থেকে একজন), জিআর সাজাভূক্ত একজন (ভূরুঙ্গামারী), সিআর সাজাভুক্ত দুজন (রাজারহাট), নিয়মিত মামলায় তিনজন (ভূরুঙ্গামারী), পূর্বের মামলায় তিনজন (কুড়িগ্রাম সদরে দুজন ও নাগেশ্বরীতে একজন), ১৫১ ধারায় দুজনকে (কুড়িগ্রাম সদরে একজন ও ফুলবাড়ীতে একজন) গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।