কুড়িগ্রামে নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী ও উলিপুর থানা এলাকা থেকে ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের নাম মোশারফ হোসেন (৫০) ও মো. ছালাম উদ্দিন (৫২)। তাঁদের মধ্যে মোশারফের কাছ থেকে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আর ছালামের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

উলিপুর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল ১৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে নাগেশ্বরী থানার ধনিগাগলা এলাকায় অভিযান চালিয়ে মোশারফকে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে উলিপুর থানা-পুলিশের একটি দল উলিপুর থানার তবকপুর সরদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছালামকে ১ কেজি গাঁজাসগ গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নাগেশ্বরী ও উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।