সারা দেশের মতোউৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বাঙালিদের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ ১৪৩১ উদযাপিত হয়েছে। কুড়িগ্রাম ডিসি অফিস পুকুরপাড়-সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩১।

কুড়িগ্রামের পুলিশ সদস্যরা সারা জেলায় সকল অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।

সংগীত, র‍্যালি, আলোচনায় সকল পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এস এম হারুন অর রশীদ লাল, আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুসহ কুড়িগ্রামের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সম্মানিত নাগরিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল অফিসার উপস্থিত ছিলেন।

এ ছাড়া মঙ্গল শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল।

পাশাপাশি জেলার সকল থানায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।