কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে নাগরিকদের তদন্ত সেবা নিশ্চিত করতে পুলিশের মনিটরিং সেলের বিশেষ সভা বুধবার (২৪ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন। এ সময় তদন্ত, প্রসিকিউশন, আলামত নিষ্পত্তিসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ অংশ নেন। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবি.) এস এম ইস্রফীল হাসান, সহকারী পুলিশ সুপার (প্রবি.) মো. রাসেল রানা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পুলিশের সব ইউনিটের পরিদর্শক, উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।