পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা মদ ও গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ১০১ বোতল বিদেশি মদ, ৫০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) রাতে রৌমারী ও ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়ন এলাকার নিজ বাড়ি থেকে ১০১ বোতল বিদেশি মদসহ কুখ্যাত মাদক কারবারি মোছা. সালমা বেগমকে (২৮) গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানা-পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানাধীন বেলদহ গ্রামের নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মো. আরিফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকের দুটি মামলা আদালতে বিচারাধীন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।