পুলিশি হেফাজতে আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক যুবক। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৬ মার্চ) কুড়িগ্রাম জেলায় কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বদলি পরীক্ষা দিতে এসে নিয়োগ বোর্ডের সদস্যদের হাতে ধরা পড়েন ওই যুবক।

আসামি ইয়াকুবের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানাধীন গুরজীপাড়া গ্রামে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, টিআরসি পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কোনো সুযোগ নেই। আজ এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।