কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী রিয়াদ হত্যা মামলায় গ্রেপ্তার মূল আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদ হত্যা মামলার মূল আসামি ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকা থেকে ২ জুন (শুক্রবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের হোসেনপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম মো. রবিউল আলম (২০)। তিনি পেশায় অটোরিকশাচালক।

জেলা পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জের ধরে কিশোরগঞ্জের হোসেনপুর থানার বীর হাজিপুর এলাকায় ২৮ মে রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এসএসসি পরীক্ষার্থী রিয়াদকে (১৮)। এ ঘটনায় হোসেনপুর থানায় ৩০ মে রবিউলসহ ১২ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রিয়াদের বাবা মো. স্বপন খান। মামলার পরই কাজ শুরু করে দেয় হোসেনপুর থানা-পুলিশ। তারই ধারাবাহিকতায় হোসেনপুর থানা এলাকা, গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালিত হয়। এই অভিযানের সময়ই ২ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপির পল্লবী থানার কালশী মোড় এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।