কিশোরগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: কিশোরগঞ্জ জেলা পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে ছয় কেজি গাঁজা, ৩০০টি ইয়াবা বড়ি, শুল্কবিহীন ৪৪ কার্টন ভারতীয় বিস্কিটসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পৃথক অভিযান চালিয়ে থানা ও গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা দেড়টার দিকে ভৈরব থানার এসআই মো. আশরাফুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার-ফোর্সের সহায়তায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া গ্ৰামের নাটাল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর বিসমিল্লাহ্ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রুহুল আমীন (৪২) নামের এক ব্যক্তিকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: কিশোরগঞ্জ জেলা পুলিশ

এসআই মাহবুব উল্লাহ সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ওই দিন দুইটার দিকে একই স্থানে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. রোবেল (৩৫) নামের এক ব্যক্তিকে শুল্কবিহীন ভারতীয় ৪৪ কার্টন বিস্কিটসহ গ্ৰেপ্তার করেন।

কিশোরগঞ্জের কটিয়াদী থানার এসআই মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিনা বেগম (৫৭) নামের এক নারীকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।

শুল্কবিহীন বিস্কিটসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: কিশোরগঞ্জ জেলা পুলিশ

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বিকেল চারটার দিকে কটিয়াদী থানাধীন করগাঁও ইউপির বাস্তারপাড়া এখলাছ মিয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে হাসান শেখ (৪০) নামের এক ব্যক্তিকে ৩০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।