ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৩ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশের একটি টিম ৫ জুন সন্ধ্যা সোয়া ৬টার সময় ভৈরব থানার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বঙ্গবন্ধু সরণির প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সামনে ইয়াবা বিক্রির সময় মো. মিল্টন মিয়া (৩৪), অনিল (২২) এবং মো. সোহেল মিয়া (৪৩) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ জেলা ও আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।

স্থানীয় লোকজনের মতে, এই তিন মাদক কারবারি এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।