জামিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ বেলডাঙ্গা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছে।

অস্থাবর সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে একটি খাট, এক সেট সোফা, একটি স্টিলের আলমারি ও একটি রঙিন টিভি।

জানা যায়, বেলডাঙ্গা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এনআই অ্যাক্টের মামলার আসামি মো. জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক আছেন। এ জন্য আদালত তাঁর অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। এ পরোয়ানা তামিলে আসামি জামিরুলের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।

গতকাল ৩০ এপ্রিল বেলা আড়াইটায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. আরমান হোসেন ও তাঁর টিম অভিযান পরিচালনা করে আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।

ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি জামিরুল ইসলামের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করা হয়েছে।