পটুয়াখালীর কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ সোমবার এই অভিযান চালানো হয়।

নৌ পুলিশের ফেসবুক পেজে এ কথা জানানো হয়।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাউফল উপজেলাধীন চন্দ্রদ্বীপ ইউপির চরমেয়াজান এলাকায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালান। সেখানে মালিকবিহীন অবস্থায় নদীতে পাতা মোট ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব কারেন্ট জালের আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা । পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।