রাজধানীর কামরাঙ্গীরচরে রমজান হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর কামরাঙ্গীরচরে রমজান হত্যার মূল শুটার, সমন্বয়কারীসহ পাঁচজনকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন গোলাম রাব্বী ওরফে মো. রাব্বী ওরফে টাইগার রাব্বী ওরফে সুটার রাব্বী, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ সাগর ওরফে তেল সাগর, জুয়েল মাহমুদ ওরফে আপন ও রাজু আহমেদ শিপলু।

ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. মোস্তফা কামাল পিপিএম এ তথ্য ডিএমপি নিউজকে জানান।

তিনি বলেন, ৯ নভেম্বর ভোররাত ৪টা ১০ মিনিটে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর কামরাঙ্গীরচরে রমজান নামের এক চামড়া ব্যবসায়ীকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।