ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের অভিযানে ৪০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১১ জানুয়ারি) রাতে রমনা থানাধীন মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে থেকে আসামি মো. তারেকুল ইসলাম ওরফে তারেক হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
ডিবি রমনা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন আসামি। তাঁর বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।