আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ১৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
বিমানবন্দরের অ্যাবি গেটে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজারো মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, তার ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে তালেবান নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে তালেবানের একজন কর্মকর্তা বলেছেন।
পেন্টাগনের মুখপাত্র বলেছেন, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বেশ কিছু বেসামরিক মানুষ রয়েছেন।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।