জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সোয়াইব ও মো. সালাউদ্দিন। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, কিছু মাদক কারবারি কাফরুল থানার হাজী আশরাফ আলী স্কুলের আশপাশ এলাকায় ইয়াবা বড়ি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোয়াইব ও সালাউদ্দিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা কক্সবাজার থেকে জব্দকৃত ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য অবস্থান করছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।