পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেটের কানাইঘাট থানা-পুলিশের পৃথক অভিযানে চাঞ্চল্যকর গিয়াসউদ্দিন হত্যা মামলার আসামি ইব্রাহিম ওরফে ইমন ও ডাকাতির মামলার আসামি গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

কানাইঘাট থানা-পুলিশের একটি আভিযানিক দল ২৪ সেপ্টেম্বর বেলা দেড়টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটনের কদমতলী এলাকা থেকে গিয়াসউদ্দিন (৩৫) হত্যা মামলার আসামি ইব্রাহিম ওরফে ইমনকে গ্রেপ্তার করে।

গত ২৮ জুন রাতে ইমন তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে গিয়াসউদ্দিনকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পরপর কানাইঘাট থানা-পুলিশ এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি জামাল আহমদকে গ্রেপ্তার করলেও ইমন পলাতক ছিলেন।

ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছাড়াও চুরি, ছিনতাই ও মারামারি মামলা রয়েছে।

কানাইঘাট থানা-পুলিশের আরেকটি আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার সময় এক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার আসামি গিয়াসউদ্দিনকে (২১) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।