ডিবির হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন সজল। ছবি : পুলিশ নিউজ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার হাতুড়ি বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন সজলকে (২৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (৩ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম)-এর নির্দেশনায় জেলার পৌরসভাস্থ লক্ষীনারায়ণপুর থেকে সজলকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের বসুরহাট পৌরসভা এলাকায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি ও পেনাল কোড আইনে ১টিসহ মোট ১৪টি মামলা রয়েছে।

সজলের বিরুদ্ধে ১৪টি মামলা থাকার পরও আদালত থেকে জামিন না নিয়ে পলাতক ছিলেন। এ ছাড়া তিনি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ছত্রচ্ছায়ায় থেকে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ত্রাস সৃষ্টিসহ বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মানুষকে গুরুতর জখম করে পঙ্গু করে দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আইনানুগ এবং নিয়মিত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে উক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।