কাউনিয়া থানা পরিদর্শনের সময় বিএমপি কমিশনারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

আজ রোববার বেলা একটার দিকে তিনি ওই থানায় যান।

পরিদর্শনের শুরুতে বিএমপি কমিশনার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত প্যারেড প্রদত্ত সালামি গ্রহণ করেন।

বিএমপি কমিশনার থানার খতিয়ান বই, গুরুত্বপূর্ণ রেজিস্টার, নারী-শিশু ডেস্ক, মামলার নথিপত্রসহ নানা ধরনের কার্যক্রম পরিদর্শন শেষে সবাইকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিট পুলিশিং কার্যক্রমে থানার সদস্যদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুসারে বর্তমান সময়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে তোমরা যেভাবে মানুষের নানা ধরনের হাজারো সমস্যার সামাজিক সমাধান করে চলছ, তা সর্বমহলে প্রশংসিত।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক কলহ, সামাজিক সমস্যা, জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ দানা বাঁধার আগেই বিট পুলিশিংয়ের মাধ্যমে তোমরা যেভাবে অপরাধকে সমূলে নির্মূল করে সুষ্ঠু ও সুন্দর সামাজিক সমাধান করছ, সত্যি তা প্রশংসার দাবিদার।’