কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ জুয়াড়ি

কাউনিয়া থানা-পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কাউনিয়া থানার নাজিরদহ খানাসামা গ্রামের জিয়া কলোনির বাসিন্দা মো. ফারুক মিয়ার (৩৯) পূর্ব পাশের টিনশেড ঘরে জুয়া খেলারত অবস্থায় ২নং হারাগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম (৪৮)সহ ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯ হাজার ৫৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার জুয়াড়িরা হলেন মো. ফারুক মিয়া (৪৯), মো. জহুরুল ইসলাম, মো. ইব্রাহীম আলী (৪০), মো. মমিনুর ইসলাম (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩২)।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএএফ ও অতিরিক্ত দায়িত্ব সি-সার্কেল) মো. আশরাফুল আলম পলাশ জানান, রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশনায় জেলাব্যাপী বিশেষ অভিযান সপ্তাহ চলছে। এরই অংশ হিসেবে রংপুর পুলিশ লাইনসের একটি চৌকস দল ও কাউনিয়া থানার যৌথ অভিযানে জিয়া কলোনি থেকে ৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে।