পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা ও বিদেশি মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের (কসবা সার্কেল) দিক-নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার সময় কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা এলাকায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়।

এসময় আখছিনা বটতলা মসজিদের সামনে থেকে মো. মাসুক (২৭), মো. আরাফাত হোসেন শান্ত (২২) ও মো. রাজু (৩০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।