প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে পূর্বশত্রুতার জেরে মো. শিপন নামের এক ব্যক্তিকে হত্যার রহস্য উদঘাটন করেছে কলাবাগান থানা-পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত চারজনকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন শাহাদাত হোসেন স্বাধীন, রাব্বী আহম্মেদ ওরফে রাজ ওরফে প্রিন্স রাজ, ইসরাত জাহান সাথী ও তানিয়া আক্তার কান্তা।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কাঁঠালবাগান এলাকার মসজিদ গলির একটি বাসায় ভাড়া থাকতেন ভুক্তভোগী মো. শিপন। একই বাসায় থাকতেন শাহাদাত, রাব্বী, সাথী ও তানিয়া। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসা থেকে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যান শাহাদাত ও রাব্বী। একপর্যায়ে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তন্দ্রাচ্ছন্ন হওয়ার একপর্যায়ে তানিয়া ও সাথীর সহযোগিতায় তাঁকে কুপিয়ে হত্যা করেন শাহাদাত ও রাব্বী।

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।