পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সন্ত্রাসী মো. শরীফ আব্দুল্লাহকে (৩৬) গ্রেপ্তার করেছে ডিএমপির কলাবাগান থানা-পুলিশ।

গত শুক্রবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গ্রিন রোডের হোটেল সিটি ইনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি শরীফ আব্দুল্লাহর বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং একটি ছিনতাই ও চুরির মামলা রয়েছে।

কলাবাগান থানা-পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে কলাবাগান থানাধীন লাল ফকিরের মাজারের পাশের একটি বাড়ি থেকে অস্ত্রসহ আসামি মো. শুভ (২৭) ও মো. শাকিল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তবে আসামি শরীফ কৌশলে পালিয়ে যান। ওই সময় দুটি পিস্তল, ১৩টি গুলি, একটি পাইপগান, ১২টি কার্তুজ, একটি এয়ারগান, একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাপাতি, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি মোবাইল ও একটি ওয়েব ক্যামেরা জব্দ করা হয়। এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর মামলা করা হয়।

পুলিশ জানায়, তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পলাতক আসামি শরীফের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শুক্রবার রাতে গ্রিন রোডের হোটেল সিটি ইন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শরীফ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।