দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৩৭৮ জনের শরীরে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর যুগান্তরের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত মোট ২৮ হাজার ১২৯ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।