পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা-পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

৩১ আগস্ট করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একজন লোক মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই মো. রাকিবুল হাসানের নেতৃত্বে করিমগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছনে ধাওয়া করে করিমগঞ্জ থানাধীন ঘোনাপাড়া এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে বিকাল পৌনে ৪টার সময় আলম মিয়া (৩১) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে । এ সময় তাঁর কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত লোকজনদের সামনে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আলম দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্বীকার করেন।

এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।