শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : বিএমপি

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগান সামনে রেখে আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট দেশব্যাপী কমিউনিটি ‘পুলিশিং ডে-২০২১’ উদযাপন করতে যাচ্ছে।

এ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ অক্টোবর) বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ বিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

চিত্রাঙ্গন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিশুরা অংশ নেয়। গ্রুপগুলো হলো প্লে থেকে তৃতীয় শ্রেণি, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি ও ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি।

চিত্রাঙ্গন প্রতিযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মো. সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি মো. ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-ফিন্যান্স মো. খলিলুর রহমান, সহকারী পুলিশ কমিশনার ফোর্স অ্যান্ড পিওএম সাদ্দাম হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকারীদের ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উদযাপনের দিন পুরস্কার বিতরণ করা হবে।