‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর পালিত হবে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ জেলাব্যাপী রচনা,অনলাইন কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।

রচনা প্রতিযোগিতায় দুটি গ্রুপ (ক গ্রুপ, ৬ষ্ঠ থেকে দশম এবং খ গ্রুপ, একাদশ থেকে স্নাতক/স্নাতকোত্তর) অংশ নিতে পারবে।

ক গ্রুপের রচনার বিষয় ‘ স্বাধীনতা সংগ্রামে পুলিশের ভূমিকা’ এবং খ গ্রুপের রচনার বিষয় ‘আলোকিত কুড়িগ্রাম: একবিংশ শতাব্দীর তরুণদের ভাবনা’।

রচনা পাঠানোর স্থান- আহ্বায়ক, রচনা প্রতিযোগিতা উপ-কমিটি, প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, অধ্যক্ষ,কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম এর দপ্তরে অথবা ই-মেইল করতে হবে spkurigram@police.gov.bd এই ঠিকানায়।

রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর।

রচনা অবশ্যই স্বহস্তে লিখে পাঠাতে হবে (ই-মেইলের ক্ষেত্রে অবশ্যই স্ক্যান করে পাঠাতে হবে)।

শিক্ষার্থীদের ১ (এক) কপি ছবিসহ পূর্ণাঙ্গ নাম,প্রতিষ্ঠানের নাম,বিভাগ,শ্রেণি,রোল নম্বর,ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে সরাসরি/ই-মেইলে পাঠাতে হবে।

অনলাইন কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

কুইজের বিষয় ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পুলিশ, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও কুড়িগ্রাম জেলা সম্বন্ধে প্রাথমিক ধারনা।’

প্রতিযোগিতার তারিখ ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টা।

অনলাইন কুইজের নিয়মাবলী:
কুইজ প্রতিযোগিতায় শুধুমাত্র কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবে।
সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (MCQ)।
কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।

অনলাইন কুইজের লিংক আগামী ২৬ অক্টোবর জেলা পুলিশ, কুড়িগ্রাম ফেসবুক পেইজে দেয়া হবে।

প্রয়োজনে যোগাযোগ :অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, মোবাইল: ০১৩২০১৩৩৩০২।

বিতর্ক প্রতিযোগিতায় তিনটি গ্রুপ (ক গ্রুপ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, খ গ্রুপ একাদশ থেকে স্নাতক/স্নাতকোত্তর ও গ গ্রুপ উন্মুক্ত) অংশ নিতে পারবে।বিতর্কের ধরন ‘সনাতনী বিতর্ক’।

বিতর্কের বিষয় ক গ্রুপ ‘বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশের চেয়ে পরিবারের ভূমিকাই মূখ্য’,
খ গ্রুপ ‘মাদক নির্মূলে পুলিশ নয়, পরিবারের ভূমিকাই মূখ্য’,
গ গ্রুপ ‘সামাজিক মূল্যবোধের উন্নয়নে তরুণদের চেয়ে প্রবীণদের ভূমিকাই মূখ্য’।

বিতর্কের তারিখ ২৬ অক্টোবর
স্থান: সাধারণ পাঠাগার, স্টেশন ক্লাব সংলগ্ন।

যোগাযোগ:
অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল মো. জিয়াউর রহমান, মোবাইলঃ ০১৩২০১৩৩৩৪৬,
মো. আবু যোবায়ের আল মুকুল,ভাইস প্রিন্সিপাল, কুড়িগ্রাম সরকারি কলেজ, মোবাইলঃ ০১৭৬৮৮৪৩৪৩।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে মূল্যবান বই।