হাইওয়ে পুলিশের অভিযানে উদ্ধার গুলি। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে শাহপুরী হাইওয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। কক্সবাজারের উখিয়া থানা এলাকায় ২৯ জুলাই (শনিবার) দুপুরে এসব গুলি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া গুলির সংখ্যা ২৫০টি। এর মধ্যে রাইফেলের গুলি ১৫০টি। বাকি ১০০টি পিস্তলের গুলি।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানা-পুলিশের একটি দল ২৯ জুলাই বেলা আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া থানায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় এক পথচারীকে থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। হাইওয়ে পুলিশ সদস্যরা এরপর তাঁকে ধাওয়া করলে তিনি সঙ্গে থাকা একটি ভারী ব্যাগ ফেলে পাহাড়ের জঙ্গলের ভেতরে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ১৫০টি রাইফেলের গুলি এবং ১০০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়েছে।