জব্দ করা হুইস্কির বোতল। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানাপুলিশ অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ২০ বোতল গ্র্যান্ড রয়্যাল হুইস্কিসহ একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে।

জানা গেছে, একটি অটোরিকশায় (রেজিঃ নং- কক্স-থ-১১-৪৭০৮) মাদক পরিবহন করা হচ্ছে – গোপন সূত্রে এমন খবর
পেয়ে আজ ২৭ মে দুপুর ১ টা ২০ মিনিটে হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই/মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক পালিয়ে যান।

এরপর অটোরিকশা তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২০ বোতল হুইস্কি পেয়ে তা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটক অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

অটোরিকশার পলাতক চালকের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন।