কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে এপিবিএনের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। উখিয়া থানার রাজাপালং ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ১০ ডিসেম্বর (শনিবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামি অপ্রাপ্তবয়স্ক (১৭ বছর)। সে রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের একটি দল ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গায় লুকানো অবস্থায় মোট ৭০০ ইয়াবা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।