কক্সবাজারের টেকনাফে এক কেজি ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’সহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাফ নদী সীমান্তের জালিয়ার দ্বীপ দক্ষিণ এলাকা থেকে মো. রফিক মিয়াকে আটক করেন তাঁরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রফিক (৩৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া জেলে ঘাট এলাকার মৃত জহির আহমেদের ছেলে।

ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে হস্তচালিত একটি নৌকায় করে সন্দেহভাজন কয়েকজনকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ১ জন ছাড়া নৌকায় থাকা বাকিরা নদীতে ঝাঁপ দেয়। পরে তারা সাঁতার কেটে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যায় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।

তিনি বলেন, ‌’পরে নৌকায় থাকা এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। ওই বস্তায় তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। উদ্ধার করা ক্রিস্টাল মেথের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে জানায় বিজিবি।