হারানো মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে ৫ এপিবিএন। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে মুঠোফোন হারিয়ে ফেলেছিলেন শমসাদ বেগম (৩৮)। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৫ এপিবিএন) ফেসবুক পেজে বিষয়টি জানান তিনি। এরপর ৫ এপিবিএনের তৎপরতায় হারানো ফোনটি ফিরে পেয়েছেন প্রকৃত মালিক।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সদর থানা এলাকায়। মুঠোফোন হারানোয় গত ২৫ ডিসেম্বর সদর থানায় জিডিটি করা হয়।

৫ এপিবিএন, উত্তরা, ঢাকার সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মোস্তফা হারুন জানান, শমসাদ ফোন হারানোর পর সদর থানায় জিডি করে ৫ এপিবিএনের ফেসবুক পেজে (https://www.facebook.com/5APBn) যোগাযোগ করেন। এরপর কাজ শুরু করে ৫ এপিবিএন। তারই ধারাবাহিকতায় প্রযুক্তি ব্যবহার করে ৫ এপিবিএন ২৭ ফেব্রুয়ারি (সোমবার) হারানো ফোনটি উদ্ধার করে। এরপর শমসাদের কাছে তাঁর ফোন বুঝিয়ে দেওয়া হয়।