কক্সবাজারের টেকনাফে এপিবিএনের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা সন্ত্রাসী। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের আলিখালী ক্যাম্প এলাকায় ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন আব্দুল আমিন ওরফে কালু ডাকাত (২৬) ও মোহাম্মদ আয়াছ (২৯)। তাঁরা রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

এপিবিএন জানায়, আলিখালী এপিবিএন ক্যাম্প ৩০ ডিসেম্বর রাত সোয়া আটটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ব্লক ডি/২৪ জামাই বাজার এলাকা থেকে আব্দুল আমিন ও মোহাম্মদ আয়াছকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।