ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। ছবি: বাংলাদেশ পুলিশ

ইউরোপীয় কমিশনের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ৭ নভেম্বর কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএনের আওতাধীন একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ইউরোপীয় কমিশনের মানবিক সাহায্য সংস্থার ব্যাংকক অফিসের প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ক্যাম্প-৪ এর এ/১ ব্লকে অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার, ক্যাম্প-৪ এর এ/৬ ব্লকে অবস্থিত বেসরকারি সংস্থা মুক্তি পরিচালিত লার্নিং সেন্টার, ক্যাম্প-৪ এর ডি/৩ ব্লকে অবস্থিত বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত কমিউনিটি সেন্টার এবং ক্যাম্প-৪ এর জি/১ ব্লকে অবস্থিত বেসরকারি সংস্থা ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করে।

প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ক্যাম্প-১৮ এর উদ্দেশে রওনা করে।

প্রতিনিধিদলের নিরাপত্তায় সার্বক্ষণিক ১৪ এপিবিএন এর ভেন্যু প্রটেকশন ও এস্কর্ট পার্টি নিয়োজিত ছিল।