পুলিশের হেফাজতে গ্রেপ্তার রোহিঙ্গা যুবক। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারের উখিয়া উপজেলার ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, টাকাসহ একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তার রোহিঙ্গার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১০টি রাইফেলের গুলি, চারটি অকেজো গুলি, ৯টি রাইফেলের গুলির খোসা, ১ লাখ ৪২ হাজার ৩৪০ টাকা, একটি কাপড়ের ছোট ব্যাগ এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ ৭ নভেম্বর ভোর ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়ার
নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর ব্লক-বি/৫ এর ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে থেকে জাহিদ হোসাইন (৩১) নামের ওই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে।

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।