অপহৃত হওয়ার পর এপিবিএনের অভিযানে উদ্ধার দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের জাদিমুড়া থেকে ২৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত দুজন হলেন মৌলভী ছালেহ আহমদ (৩৭) ও আব্দুস সালাম (৪৫)। অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত দুজন হলেন আবদুল্লাহ (৩০) ও আইয়াস ওরফে রুবেল (২২)।

এপিবিএন জানায়, ২০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মৌলভী ছালেহ আহমদ (৩৭) ও আব্দুস সালামকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া যায়। এই খবরের ভিত্তিতে ২১ ডিসেম্বর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে আবদুল্লাহ ও আইয়াসকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত ছালেহ ও সালামকে উদ্ধার করা হয়।