ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরের পর দেশে ফিরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর এটি প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

তাঁর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। খবর বাসসের।

প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিফোরভ নিশ্চিত করেছেন, ইউক্রেনের নেতা জেলেনস্কি মিত্র পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করতে পোল্যান্ডে সংক্ষিপ্ত বিরতির পর সীমান্ত অতিক্রম করে দেশে ফিরেছেন।