গ্র্যান্ড মাস্টার প্যারেডে বক্তব্য দিচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে এসএমপি পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।

প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে এসএমপি কমিশনারকে স্যালুট জানানো হয়।

গ্র্যান্ড মাস্টার প্যারেডে স্যালুট গ্রহণ করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ইঅ্যান্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপপুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার ওসি, আরআই পুলিশ লাইনস এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

প্যারেডে উপস্থিত সবাইকে নিয়মিত শারীরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এসএমপি কমিশনার।