রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে আর খেলা হচ্ছে না ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে আঘাতের কারণে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে। খবর প্রথম আলোর।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, জাদেজা এখন ভারত ক্রিকেট দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। জাদেজার জায়গায় আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছে।

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে ভারত। সেই ম্যাচে ২ ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি জাদেজা। তবে ২ বল হাতে রেখে ভারত যে ৫ উইকেটে ম্যাচ জিতেছে, সেখানে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন এ অলরাউন্ডার।

চার নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নওয়াজের বলে আউট হওয়ার আগে দুটি করে চার ও ছক্কায় ২৯ বলে ৩৫ রান করেন জাদেজা।

যদিও হংকংয়ের বিপক্ষে টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি জাদেজা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে ওই ম্যাচে। ৪০ রানে জেতা সেই ম্যাচে বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন জাদেজা।