টুর্নামেন্টে রানার্সআপ হয় বাংলাদেশ পুলিশ দল। ছবি: পুলিশ নিউজ

এশিয়ান দাবা ফেডারেশন ও ইরান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান ক্লাব কাপ হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ।

৮ খেলায় ১৬ ম্যাচ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় বাংলাদেশ পুলিশ দল। অন্যদিকে, ইরানের পিরামিড দল চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ পুলিশ ও ইরানের পিরামিড দলের ম্যাচ পয়েন্ট সমান হলে গেম পয়েন্টের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। পিরামিড দলের গেম পয়েন্ট ৪৫.৫ এবং বাংলাদেশ পুলিশ দলের গেম পয়েন্ট ৪৪।

বাংলাদেশ পুলিশ চতুর্থ রাউন্ডে চ্যাম্পিয়ন ইরানের পিরামিডকে ৪.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করলেও দুর্ভাগ্যজনকভাবে পঞ্চম রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের চেস হাবের কাছে ২.৫-৩.৫ গেম পয়েন্টে হেরে শিরোপা হাতছাড়া করে।

সিঙ্গাপুরের চেস হাব জুরং স্প্রিং ১৬ ম্যাচ পয়েন্ট ও ৩৭.৫ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়।

বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ছিলেন ড. শোয়েব রিয়াজ আলম। অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৬-০ গেম পয়েন্টে সিঙ্গাপুরের লায়ন সিটি চেস মিটআপকে পরাজিত করে।

বাংলাদেশ পুলিশের পক্ষে গ্র্যান্ডমাস্টার রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়া, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন, মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা যথাক্রমে লায়ন সিটি চেস মিটআপের কেক ওয়ে চুয়াং, অর্নভ কুমার কোনি দিনা, চুয়া কুই ঝে জাইদেন, কোহ ঝে কুয়ান বেনেডিক্ট, বিনয় আদভিকা ও গোহ জিয়ালিং ক্রিস্টেনকে পরাজিত করেন।

এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ১৪ ক্লাব এ ইভেন্টে অংশ নেয়। ৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।