ছবি : সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে রুখে দিলো বাংলাদেশ ফুটবল দল।

আজ সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে জামাল ভূঁইয়াদের। ১০ জনের দল নিয়েও ভারতকে আটকে দেন তাঁরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। খবর প্রথম আলোর।

ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। ৫২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ। তারপরও সমান তালে লড়েছে দল। ১০ খেলোয়াড় নিয়ে ৭৪ মিনিটে সমতা ফেরান তারা। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে ভারতের জালে বল পাঠায় ইয়াসিন আরাফাত। আর তাতেই সমতা ফেরে। এরপর দুদল চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি।

ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট অর্জন করল জামাল ভূঁইয়ারা।
প্রসঙ্গত, এবারের সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।