এবার পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। খবর সমকালের।
প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় সেতুর ৩ ও ৪ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সূত্র এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যুক্ত হতে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল।
১৩ আগস্ট সকাল আটটার দিকে প্রবল স্রোতের কারণে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। তখন তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আবার ধাক্কা দেয় এই ফেরি। এ সময় ২০ যাত্রী আহত হন।
এরও আগে গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল। এ ঘটনায়ও ২০ যাত্রী আহত হন।