পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার উত্তরার ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) অভিযান চালিয়ে ৬৫টি অবৈধ নেশাজাতীয় ইনজেকশনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ১ এপিবিএনের অধিনায়কের (অ্যাডিশনাল ডিআইজি) সার্বিক নির্দেশনায় এএসআই মোমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সকাল সাড়ে ৬ টার দিকে তারা মোসা. জাহানারা ওরফে জানু (৫০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৬৫টি অবৈধ নেশাজাতীয় ইনজেকশন ও মাদক বিক্রির ১০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার জানু ওই সময় এসব ইনজেকশন বিক্রি করছিলেন।

জব্দকৃত ইনজেকশনের বাজার মূল্য আনুমানিক ১৩ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে।