এপিবিএনের হেফাজতে আসামিরা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দেশি অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মোস্তফা কামাল (২৪) এবং পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ তাহের (২৬) ও কামাল হোসেন (২৩)।

এপিবিএন জানায়, জাদিমুড়া ক্যাম্পে ১৪/১৫ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি দেশি রামদা জব্দ করা হয়। তবে বাকি ডাকাতেরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আইনি ব্যবস্থা নিতে আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন।