প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই সন্ত্রাসীর নাম মো. ইসমাইল। সে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর ভোর পৌনে ছয়টার দিকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একদল সদস্য অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক জব্দ করা হয়। বন্দুকটির দৈর্ঘ্য ৫৩ ইঞ্চি।

সূত্র আরও জানায়, ইসমাইলের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।