পুলিশি হেফাজতে আসামি। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্য মুহাম্মদ ইদ্রিসকে (৪২) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও পাঁচটি কার্তুজ জব্দ করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরসা নেতা জোবায়েরের শুটার হিসেবে কাজ করতেন।

এপিবিএন জানায়, এক সপ্তাহ আগে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গুলি চালায় জোবায়ের গ্রুপ। বেশ কয়েকদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে জোবায়ের প্রভাব তৈরির চেষ্টা করছিলেন ইদ্রিস। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।