পুলিশি হেফাজতে আসামি মো. আলীম উদ্দিন খান। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী মো. আলীম উদ্দিন খানকে (৭৭) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন কাওরাইদ বেলদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ময়মনসিংহের পাগলা থানা এলাকায়।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এটিইউ, শ্রীপুর ও পাগলা থানা-পুলিশ ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

তিনি আরও জানান, পরিচয় গোপন করে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন আসামি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।