চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন ৩৮ ঘণ্টায়ও নেভানো যায়নি।

সোমবার (৬ জুন) সকালে ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবারের মতো রোববার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে থাকলেও কেমিক্যালের কারণে নিভছে না। এখনো অনেক কনটেইনারের ভেতর থেকে কুণ্ডলী হয়ে ধোঁয়া বের হচ্ছে।

ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কিন্তু সম্পূর্ণভাবে নেভেনি। এখনো ধোঁয়া আছে। তবে যেকোনো সময় আগুন নিভে যাবে বলে আশাবাদী।

বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৬।