টাঙ্গাইল ডিবি দক্ষিণের অভিযানে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দক্ষিণের অভিযানে এক হাজার ইয়াবা বড়িসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানাধীন রেজিস্ট্রিপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।