কুড়িগ্রামের রাজারহাট থানার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রামে এক যুগ ধরে পলাতক পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে জেলার রাজারহাট থানা-পুলিশ।

পুলিশ জানায়, লালমনিরহাট জেলার ২০১২ সালের একটি দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হামিদুল ইসলামকে শনিবার রাতে রাজারহাট থানাধীন একতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানা-পুলিশের একটি চৌকস দল।

আসামি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন জেলায় অবস্থান করেন। রাজারহাট থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করে এবং রাজারহাটে আসামাত্রই অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করছি। একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।’