১১ এপিবিএন (নারী) উত্তরার অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। ছবি: পুলিশ নিউজ

চলতি বছরের মে মাসে দেশের বিভিন্ন থানায় হারানো সাতটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করেছে ১১ এপিবিএন (নারী) উত্তরার সাইবার টিম।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয় ১১ এপিবিএন (নারী)।

মোবাইল ফোনের প্রকৃত মালিকরা তাঁদের হারানো ডিভাইস ফেরত পেয়ে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী বলেন, ‘দেশের নাগরিকের সেবায় ১১ এপিবিএনের (নারী) সাইবার টিম তাঁদের এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।’